৭০ হাজার শিক্ষক নিয়োগে অনুমতি চায় এনটিআরসিএ
নিজস্ব প্রতিবেদক: ৭০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
৩২ হাজার নিয়োগ বিভিন্ন স্কুল-কলেজে এবং বাকি ৩৮ হাজার বিভিন্ন মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের বলে জানা গেছে।
সম্প্রতি শিক্ষক নিয়োগে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান টেলিটকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এনটিআরসিএ কর্মকর্তারা।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। শূন্যপদের যে তথ্যগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে কাজ চলছে। আর সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে। অনুমতি পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
গণবিজ্ঞপ্তি কখন প্রকাশ করা হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এটি মন্ত্রণালয়ের ওপর অনুমতির নির্ভর করছে। শূন্যপদের তথ্য যাচাই বাছাইয়ের পরও আমাদের কিছু কাজ আছে। কোন পদের জন্য কোন অধিদপ্তর এমপিও দেবে, কোন পদের জন্য নিয়োগ যোগ্যতা কি-সেসব বিষয় সুনির্দিষ্ট করা হচ্ছে। আমরা প্রায় ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো বলে আশা করছি।
গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ে শূন্যপদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্ত করা মাত্রই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবে। এবার প্রায় ৪০টি পদে প্রার্থীরা পছন্দ দিয়ে আবেদন করতে ফি গুনতে হবে ১ হাজার টাকা।
বিনিয়োগবার্তা/এমআর//