whats

বাংলাদেশের ৩৮ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি

তথ্য-প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়েছে। এসব নম্বরের মধ্যে বাংলাদেশের ৩৮ লাখ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর নম্বর রয়েছে।

গবেষণাভিত্তিক অনলাইন প্রকাশনা সাইবার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এসব ব্যবহারকারীর নম্বর চুরি করে একটি ‘পরিচিত’ হ্যাকার ফোরামের কাছে বিক্রি করা হয়েছে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইতালি, মিসরসহ মোট ৮৪টি দেশের নাগরিকদের নম্বর এই ডেটাবেসে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা রয়েছে এতে। 

এছাড়া মিশরের ৪ কোটি ৫০ লাখ, ইতালির ৩ কোটি ৫০ লাখ, সৌদি আরবের ২ কোটি ৯০ লাখ, ফ্রান্সের এবং তুরস্কের ২ কোটি, যুক্তরাজ্যের ১ কোটি ১৫ লাখ এবং রাশিয়ার প্রায় ১ কোটি ব্যবহারকারীর নম্বর আছে সেই ডেটাবেসে। 

সাইবার নিউজের তথ্যে জানা যায়, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য বিক্রি করা হচ্ছে যথাক্রমে ৭ হাজার ডলার এবং আড়াই হাজার ডলারে। 

চুরি যাওয়া তথ্য ব্যবহার করে হ্যাকাররা স্প্যামিং, ফিশিংয়ের মতো সাইবার অপরাধ করবে বলে আশঙ্কা করছে নেটিজেনরা।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)