বিএসইসি চেয়ারম্যান ১

টোকিওতে আলোচনা সভায় বিএসইসি চেয়ারম্যান

জাপানকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিয়োগের আহ্বান

ডেস্ক রিপোর্ট: জাপানকে বন্ধুত্বের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিয়োগের  আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাপানের টোকিওতে এএনএ ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতেইনভেস্টমেন্ট ফ্লাশ মবশীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানটির  আয়োজন করেছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ : দ্য রাইজ অব বেঙ্গল টাইগার’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।

এসময় বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে জিডিপি এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে অনেক দেশের তুলনায় এখানে মূল্যস্ফীতি অনেক কম বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছেএই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগামী দিনেও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানাই।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের জন্য প্রচুর সুযোগ রয়েছে বর্তমানে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো অবস্থানে রয়েছে

তিনি বলেন, সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফর করেন এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিন বার জাপান ভ্রমণ করেন জাপানের সঙ্গে বাংলাদেশের খুবই ভালো অবস্থানে রয়েছে ইতিমধ্যে দেশের অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছে এসময় বিএসইসি বিডাকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)