sat

ইউক্রেন থেকে সমর্থন প্রত্যাহার করবে না ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জন্য ন্যাটো তার সমর্থন প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন সংস্থার প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা কিছুতেই পিছু হটবো না’।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কিয়েভের জন্য আরও শীতকালীন সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরা।

ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনের অবকাঠামোগুলোয় রাশিয়ার আক্রমণের কারণে ন্যাটো একটি কঠিন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে।

বুখারেস্টে এদিন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনের জন্য সামরিক ও সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে জ্বালানি, চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, শীতকালীন সরঞ্জাম এবং ড্রোন জ্যামারের মতো যন্ত্রপাতি সহায়তা নিয়েও আলোচনার কথা আছে।

বৈঠকে দেওয়া বক্তৃতায় ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ‘যতদিন দরকার হবে ন্যাটো ইউক্রেনের পাশে থাকবে, আমরা কিছুতেই পিছু হটবো না। ’

তিনি বলেন, ‘আলোচনা শুরু করার জন্য সঠিক শর্ত পাওয়ার একমাত্র উপায় হবে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়া। ’

তার ভাষায়, ‘আমাদের প্রধান ফোকাস ইউক্রেনকে সমর্থন করা এবং রুশ প্রেসিডেন্ট যেন (ভ্লাদিমির পুতিন) জিততে না পারে, তা নিশ্চিত করা।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)