2401

তক্ষকের মূল্য দেড় কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে বিজিবি। তবে জড়িত কাউকে আটক করা যায়নি। 

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় গ্রাম থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।  

বিজিবি জানায়, ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। ঐ সময় বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থানে তক্ষকটি উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, উদ্ধার করা তক্ষকটি বনবিট কার্যালয়ে জমা দেওয়া হবে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)