03251

নতুন পারমাণবিক গোপন বোমারু প্রকাশ্যে আনলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বি-২১ নামের নতুন পারমাণবিক গোপন বোমারু প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। স্নায়ুযুদ্ধের পর উড়া বিমানের স্থানটি ধীরে ধীরে এটি দখল করবে।

৩০ বছর পর প্রথমবার নতুন প্রতি বিমানের খরচ পড়ছে ৭০০ মার্কিন ডলার এবং একটি পরমাণু ও অন্যান্য অস্ত্র বহন করতে পারে। তবে বিমানটির নির্দিষ্ট তথ্য অনেকটা গোপনে রয়েছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এটি আমেরিকার বুদ্ধি ও উদ্ভাবনের স্থানীয় সুবিধার প্রমাণ। 

শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে বি-২১ রাইডার উন্মোচন করে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতকারক নর্থরপ গ্রুম্যান।

অস্টিন বলেন, বিমানটি যুক্তরাষ্ট্রের থাকা বোমারু বিমানের তুলনায় বেশি সুবিধা প্রদান করবে। এমনকি আকাশে বি-২১ নামক বিমানকে শনাক্ত করতে সর্বোচ্চ বুদ্ধিমত্তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খাবে। কম পর্যবেক্ষণযোগ্য প্রযুক্তিতে পঞ্চাশ বছরের অগ্রগতি এ বিমানে যুক্ত হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)