আগস্টে ডিএসইর সেরা ২০ ডিলার

ক্রেতাশূন্য ১৫৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ তালিকাভূক্ত কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৫৫ কোম্পানি ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে কিছু ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ ব্যাংক খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ২৪টি  কোম্পানির ক্রেতা নেই। বস্ত্র খাতের ১৮টি কোম্পানির ক্রেতা নেই।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, ফার্মা খাতের ১৩টি,প্রকৌশল খাতের ১০টি, আর্থিক ও জ্বালানি খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি,  ট্যানারি খাতের ৩টি, সিমেন্ট, আইটি ও বিবিধ খাতের ২টি, সিরামিক ও সেবা খাতের ১টি কোম্পানি।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)