সিপিডির জরিপ
দেশের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থপাচার
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার দেশের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে এক গবেষণায় তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সংস্থাটি জানায়, দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়ে যাচ্ছে। এ সমস্যা দেশের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ৪৪ শতাংশ ব্যবসায়ী।
সেন্টার ফর পলিসি ডায়লগের অর্থনীতিবিদরা এক জরিপের ভিত্তিতে এ সব তথ্য জানিয়েছেন।
রোববার (২৯ জানুয়ারি) গবেষণা ফলাফল প্রকাশ করেছে সংস্থাটি।
রাজধানীর সিপিডি কার্যালয়ে বেলা ১১টার পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ সিপিডির গবেষক ও কর্মীরা।
সংস্থাটি জানায়, অর্থপাচার থামানোর উদ্যোগ অনেক খারাপের দিকে রয়েছে। বিষয়টি খুবই নেতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। পাচার ঠেকানোর জন্য সরকারের উদ্যোগ পর্যাপ্ত নয় মনে করেন তারা।
বিনিয়োগবার্তা/এসএএম//