সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ পূন:গঠন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির বর্তমান পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে স্বতন্ত্র ৩ পরিচালককে বাদ দেওয়া হয়েছে।
এরা হচ্ছেন-আকরাম হোসেন, শাহ মোহাম্মদ আসাদুল্লাহ এবং মনোনীত পরিচালক শরীফ শহিদুল ইসলাম। তবে স্বতন্ত্র পরিচালক হাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহমান সাকিব বোর্ডে থাকছেন।
এদিকে কোম্পানি জানিয়েছে, বর্তমানে আকরাম হোসেন নামের কোনো স্বতন্ত্র পরিচালক কোম্পানিতে নেই। তবে আগের বোর্ডে ছিলেন তার জায়গায় মেজর জেনারেল ছারোয়ার হোসেনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে কোম্পানির চেয়ারম্যান।
বিএসইসি তিন স্বতন্ত্র পরিচালকের পরিবর্তে নতুন করে ৫ স্বতন্ত্র পরিচালনা পর্ষদে নিয়োগ করছে।
নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেবনাথ, দ্যা জুরিস্ট ঢাকা বাংলাদেশের পার্টনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী আবিদ আল হাসান এবং শেখ মামুন খালেদ। এই ৫ জন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে শেখ মামুন খালেদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//