পাওয়ারপ্লেতে বাংলাদেশের নতুন রেকর্ড

পাওয়ারপ্লেতে বাংলাদেশের নতুন রেকর্ড

খেলাধূলা ডেস্ক: পাওয়ার প্লেতে বাংলাদেশের এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড টপকে গেলেন লিটন-রনি।  

পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশ তুলেছে ৮১ রান। যেটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ওয়ানডেতে উড়ে গেলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছিল আয়ারল্যান্ড। তাইতো টসে জিতে বাংলাদেশকে অল্পতে আটকে দিতে চেয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। 

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তিনিও ফিল্ডিং-ই নিতেন। তবে লিটন-রনি যা শুরু করেছেন তাতে রানের পাহাড় গড়তে যাচ্ছে টাইগাররা।

বাংলাদেশের স্কোর ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান। সাকিব ১৩ বলে ২০ রানে  অপরাজিত। আর মিরাজ ১ বলে ৪ করে অপরাজিত রয়েছে।     

বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)