এসএমই প্লাটফর্মে বাংলাদেশ হোটেলসের শেয়ার লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশ হোটেলস লিমিটেডের পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ হোটেলস লিমিটেড হচ্ছে হোটেল পূর্বানীর মালিকানা প্রতিষ্ঠান।
বুধবার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বিজ্ঞপ্তিতে ডিএসই জানিয়েছে, অনিবার্য কারনবশত এসএমই প্লাটফর্মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ হোটেলস লিমিটেডের এ লেনদেন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ হোটেলস লিমিটেড রাজধানীর দিলকুশায় অবস্থিত হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল এর মালিকানা প্রতিষ্ঠান। এটি ১৯৬১ সালে নিবন্ধিত হয়। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত ছিল। এটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ হোটেলসের পরিশোধ মূলধন ৮১ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৮ লাখ ১০ হাজার। নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, ২০-২১ অর্থবছরে এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ টাকা ৪৪ পয়সা।
ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে ১৫টি কেম্পানির তালিকাভুক্ত রয়েছে। এই কোম্পানিগুলোর ১৫ লাখ ৭৯ হাজার ৬৪টির শেয়ার বুধবার লেনদেন হয়েছে। যা টাকার অংকে ২ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার টাকা।
বিনিয়োগবার্তা/এসএএম//