কপারটেক ও ভিএসএফ

কপারটেক ও ভিএফএস থ্রেড ডাইংয়ের মুনাফায় চরম অবনতি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের মুনাফায় অবনতি হয়েছে। কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কপারটেক শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৮ পয়সা। অর্থাৎ এ বছর শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২১ পয়সা।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম ৯ মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৯ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও কমেছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা, যা ২০২২ সালের জুন শেষে ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৯ পয়সা।

ভিএফএস থ্রেড ডাইং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৫১ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা ৩৭ পয়সা কমেছে।

চলতি বছরের তিন মাসের ব্যবসায় মুনাফা কমায় চলমান হিসাব বছরের প্রথম ৯ মাসের (২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটির মুনাফা কমেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা।

মুনাফা কমলেও কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সা, যা ২০২২ সালের জুন শেষে ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৭ পয়সা।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)