বিএসইসির বিনিয়োগ শিক্ষা

মার্জিন ঋণের বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা এবং কোম্পানিটি যদি ‘এ’ ক্যাটাগরিতে থাকে এমন শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৫০ পর্যন্ত হলেও মার্জিন ঋণ সুবিধা পাবে।

বুধবার (৩ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য পাওয়া গেছে। 

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অর্ডিন্যান্স নং-XVII অব ১৯৬৯)-এর ধারা ২০এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিকে এ বিষয়ে নির্দেশনা দেয়।

এর ফলে মাত্র ১৫ দিনের ব্যবধানে মার্জিন ঋণের সুবিধা নিয়ে দুই রকম সিদ্ধান্ত দিলো বিএসইসি। নতুন সিদ্ধান্তে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে আরও সুবিধা দিলো কমিশন। 

এর আগে গত ১৮ এপ্রিল এক নির্দেশনায় বলা হয়েছিল, পিই রেশিও ৪০-এর বেশি থাকা শেয়ারকে মার্জিন ঋণের জন্য যোগ্য বলে বিবেচনা করবে না স্টক এক্সচেঞ্জ। স্টক ব্রোকাররা তাদের গ্রাহকদের এ ধরনের শেয়ার কেনায় মার্জিন ঋণ দেবে না। 

তবে যেসব কোম্পানির শেয়ার টানা তিন বছর ধরে ‘এ’ ক্যাটাগরিতে আছে ও যাদের পরিশোধিত মূলধন ন্যূনতম ৫০ কোটি টাকা সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও ৫০ পর্যন্ত মার্জিন ঋণের সুবিধা পাবে।

আজ (বুধবার) সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্তে বলা হয়, যেসব কোম্পানির শেয়ার টানা তিন বছর ধরে ‘এ’ ক্যাটাগরিতে আছে ও যাদের পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও ৫০ পর্যন্ত, তারা মার্জিন ঋণের সুবিধা পাবে।

বিনিয়োগবার্তা/এমআর//

https://www.sec.gov.bd/

Comment As:

Comment (0)