পিবজা

পিবজা দ্বি-বার্ষিক নির্বাচনের প্রার্থী পরিচিতি ২৮ মে

নিজস্ব প্রতিবেদক: প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশন (পিবজা) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জুন ২০২৩ (শুক্রবার)ইতোমধ্যে নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্তকরণ, মনোনয়নপত্র সরবরাহ প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন নির্বাচন পরিচালনার উদ্দেশে গঠিত নির্বাচন কমিশন আর এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পরিচিতি সভা আগামী ২৮ মে (রবিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হবে।

জানা যায়, পরিচিতি সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার চেষ্টা করছেন নির্বাচন কমিশন। আর বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, তথ্যসচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার ও পিআইবির ডিজি জাফর ওয়াজেদের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ের আওতাভূক্ত সরকারি প্রতিষ্ঠান প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) দেশে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের স্বল্প, মধ্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণসহ স্নাতকোত্তর ডিপ্লোমা মাস্টার্স কোর্স চালু করা প্রতিষ্ঠান পিআইবি আর প্রতিষ্ঠানটি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করা সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন হলেf পিবজা

জানা গেছে, তফসিল ঘোষণার পর থেকেই ভোটার তালিকা হালনাগাদ করা, মনোনয়ন ফরম বিক্রি, প্রার্থী যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন

এবারের নির্বাচনে সভাপতি পদে এক পদের বিপরীতে তিনজন প্রার্থী হয়েছেন তারা হলেন- অধ্যাপক . নাজমুল আহসান কলিমউল্লাহ, এডভোকেট রুহী শামসেদ আর সালেহ আহমেদ মিয়া সহ-সভাপতি তিন পদের বিপরীতে চারজন তারা হলেন-. আবুবক্কর সিদ্দিকী (দিপু), অধ্যক্ষ এম মোনায়েম, মো: মাহবুবুর রহমান ভূঁইয়া রাকিব খান সাধারণ সম্পাদক পদে এক পদের বিপরীতে তিনজন তারা হলেন- তানিয়া সুলতানা হ্যাপি, ডা. রথিন্দ্রনাখ সরকার সাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুই পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন পাঁচজন তারা হলেন- মো: শামীম আল মাসুদ, আনিসুর রহমান, কামাল মোশারফ, ইঞ্জি. দানিয়েল মো: আওরঙ্গজেব কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রার্থী তারা হলেন- কাজী শরিফুল ইসলাম বশিরুল ইসলাম অর্থ সম্পাদক পদে মরণ চাঁদ রায় তাসলিমা খাতুন প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম রবি আমির হোসেন সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নাসরিন আক্তার সেলিনা আক্তার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে শাহেদুল ইসলাম মো: জাভেদ আহমেদ

এছাড়া কার্যকরি সদস্যসহ বেশ কয়েকটি পদে একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কয়েকজন তারা হলেন-আইন কল্যান বিষয়ক সম্পাদক মো: ইব্রাহীম খলিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য আরএম মামুন, আদম মালিক, মোহাম্মদ আনিসুজ্জামান, আলম শামস, মারুফ নেওয়াজ, সাইফুল ইসলাম, সারোয়ার হোসেন, তানভীর হোসেন, জামশেদ আকবর, মোস্তাফিজুর রহমান, মীর মো: কবির হোসেন, মো: সাইফুল ইসলাম এসএম আলাউদ্দিন আল আজাদ

জানতে চাইলে পিবজার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ লুৎফুল কবির বিনিয়োগবার্তাকে বলেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর অবশেষে পূণরায় জাগ্রত হয়েছে পিবজা সংগঠনটিকে আরও গতিশীল করতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে পাশাপাশি আনুসঙ্গিক সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে

তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্র্রার্থিীদের পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের হলরুমে আগামী ২৮ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আশা করছি আগামী ২রা জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা স্বতস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন আর এর মাধ্যমে আগামীতে একটি সুসংগঠিত বড় মাপের সংগঠন হিসেবে পিবজা আত্নপ্রকাশ করবে বলে আমরা বিশ্বাস করি

বিনিয়োগবার্তা/মনির/শামীম//


Comment As:

Comment (0)