ইপিবির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ
২০২২-২৩ অর্থবছরে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৬৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে ৫ হাজার ৫৫৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার (৫৫ দশমিক ৫৫ বিলিয়নের বেশি) ডলারের পণ্য রফতানি হয়েছে। এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি। এ হিসাবে লক্ষ্যের চেয়ে রফতানি হয়েছে ৪ দশমিক ২১ শতাংশ অর্থমূল্যের কম পণ্য। তবে লক্ষ্যপূরণ না হলেও আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ বেশি অর্থের পণ্য রফতানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত রফতানি পরিসংখ্যান হালনাগাদ করে থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এ সংস্থা।
ইপিবির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অর্থমূল্য বিবেচনায় গত অর্থবছর বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পাঁচ পণ্য ছিল যথাক্রমে পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য। এর মধ্যে কেবল পোশাক রফতানিই বেড়েছে, যার হার ১০ দশমিক ২৭ শতাংশ। দ্বিতীয় বৃহৎ খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি কমেছে প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ। তৃতীয় বড় খাত হোম টেক্সটাইলেরও ৩২ দশমিক ৪৭ শতাংশ রফতানি কমেছে। পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে ১৯ দশমিক ১ শতাংশ। এছাড়া কৃষিপণ্যেরও ২৭ দশমিক ৪৭ শতাংশ রফতানি কমেছে। এ পাঁচ পণ্যই ছিল মোট রফতানির ৯১ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ অর্থমূল্যে ৫ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ ডলার।
সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে পোশাক রফতানির অর্থমূল্য ছিল ৪ হাজার ৬৯৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ডলার। ২০২১-২২ অর্থবছরে রফতানি হয়েছিল ৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলারের পণ্য। মোট রফতানির ৮৪ দশমিক ৫৮ শতাংশই ছিল তৈরি পোশাক। গত অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ১২২ কোটি ৩৬ লাখ ২০ হাজার ডলারের। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১২৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। মোট রফতানির মাত্র ২ দশমিক ২ শতাংশ ছিল চামড়া ও চামড়াজাত পণ্য।
২০২২-২৩ অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রফতানি হয়েছে ১০৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার ডলারের। ২০২১-২২ অর্থবছরে রফতানি হয় ১৬২ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। মোট রফতানিতে হোম টেক্সটাইল পণ্যের অংশ ছিল মাত্র ১ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের সোনালি আঁশখ্যাত পাট ও পাটজাত পণ্য রফতানির অর্থমূল্য ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯১ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার। আগের অর্থবছরে রফতানি হয়েছিল ১১২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। মোট রফতানিতে এ পণ্যের অংশ মাত্র ১ দশমিক ৬৪ শতাংশ। সদ্যসমাপ্ত অর্থবছরে কৃষিপণ্য রফতানি হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারের। ২০২১-২২ অর্থবছরে রফতানি হয় ১১৬ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলারের পণ্য। মোট রফতানিতে কৃষিপণ্যের অংশ কেবল ১ দশমিক ৫১ শতাংশ।
ইপিবির মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সদ্যসমাপ্ত জুনে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। রফতানি হয়েছে ৫০৩ কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। আগের বছরের একই মাসে রফতানি হয় ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলারের পণ্য।
বিনিয়োগবার্তা/এসএএম//