China USA Meeting 180923

চীন-আমেরিকার দীর্ঘ বৈঠক

বিনিয়োগবার্তা ডেস্ক: আমেরিকা এবং চীনের সম্পর্কের উন্নয়ন হচ্ছে। সপ্তাহান্তে এ বিষয়ে বহু আলোচনা হয়েছে কূটনৈতিক মহলে। কারণ মালটায় শনি এবং রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমেরিকার জাতীয় সুরক্ষা উপদেষ্টার দীর্ঘ বৈঠক হয়েছে। আলোচনায় তাইওয়ান সংকট নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার হোয়াইট হাউস একটি বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকার জেক সুলিভানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই-য়ের বৈঠক হয়েছে। দুই দেশই নিজেদের মধ্যে আলোচনার রাস্তা খোলা রাখতে চাইছে।

চীনের তরফেও একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেও বলা হয়েছে, দুই কূটনীতিকের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

ওয়াং তাইওয়ানের প্রসঙ্গ তুলেছেন বৈঠকে। বলেছেন, তাইওয়ান নিয়ে সতর্ক থাকতে হবে আমেরিকাকে। চীন-আমেরিকা সম্পর্ক দাঁড়িয়ে আছে তাইওয়ান নিয়ে আমেরিকার অবস্থানের উপর। অন্যদিকে আমেরিকা জানিয়েছে, কূটনৈতিক রাস্তা খোলা রাখার জন্য তাইওয়ান অঞ্চলে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বৈঠকের পর দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার সম্ভাবনা বেড়েছে। বালির জি-২০ বৈঠকে শেষ বাইডেন এবং শি জিন পিংয়ের কথা হয়েছিল। দিল্লি বৈঠকে শি আসেননি।

বস্তুত, দুই প্রধানের বৈঠকের আগে একাধিক মার্কিন উচ্চপদস্থ কর্তা চীনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অ্যান্টনি ব্লিংকেনও বৈঠক করেছেন।

এদিকে এরই মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন। চীন জানিয়েছে, নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য তিনি রাশিয়ায় যাচ্ছেন। সাম্প্রতিক অতীতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এবং চীন একাধিক বৈঠক করেছে। নিরাপত্তা বিষয়ক একটি চুক্তিও তারা সই করেছে। সেই বিষয়ে আলোচনা করতেই চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফি, এফি

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)