মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন

মূল্যসূচকের পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে ডিএসইতে আগের দিন থেকে এদিন ১৩৩ কোটি ৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। 

এদিন ডিএসইতে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)