গুডিসনে ৬ বছর পর জিতল আর্সেনাল

গুডিসনে ৬ বছর পর জিতল আর্সেনাল

খেলাধূলা ডেস্ক: প্রতিপক্ষ এভারটন। তাদের ঘরের মাঠ গুডিসন পার্ক। এই মাঠে গত ছয় বছর ধরে কোনো ম্যাচ জিতে আসতে পারেনি আর্সেনাল। তবে সেই মাঠ খেকে তাদের কালো মেঘ সরে গেছে। অবশেষে অর্ধযুগ পরে এভারটনের ঘরের মাটিতে জয় পেল আর্সেনাল। রোববার সুপার সাব লিয়ান্দ্রো ট্রসার্ডের দ্বিতীয়ার্ধের স্ট্রাইকে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে দ্য গানার্সরা।  

খেলার ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। গোল করেছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলিয়ানের এই গোলের উদযাপন কয়েক মুহূর্তের পর ভিএআরে দেখা যায়, গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনো দলই। খেলার দ্বিতীয়ার্ধে এভারটনের জালে আক্রমণ চালায় আর্সেনাল। খেলার ৬৯ মিনিটে সফল হয় দলটি। গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ট্রসার্ড। 

টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ১৩ পয়েণ্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের পরে আছে আর্সেনাল।   শতভাগ সাফল্য ধরে রাখা ম্যানসিটির চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। ঘরের মাঠে টানা তৃতীয় হারে এক পয়েন্ট নিয়ে শেষের দিক থেকে তৃতীয় দল এভারটন। 

এর আগে ২০১৭ সালে এভারটনের মাঠে গিয়ে জিতেছিল আর্সেনাল। আর জিততে পারেনি। অবশেষে তাদের মাঠে জয়ে দেখা পেল দলটি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)