বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনে ইংরেজি নতুন বছর বরণ
ডেস্ক রিপোর্ট: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২৪ বরণ করেছে বিশ্ববাসী। দেশে দেশে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জাননো হয়েছে। বিশ্বের ঐতিহ্যবাহী সব স্থাপনা সাজানো হয়েছে ঝলমলে আলোকসজ্জায়।
নববর্ষ উদযাপনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সব স্থাপনা ও পর্যটন কেন্দ্রগুলো বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। রাস্তাঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থান রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ি নতুন বছরের উল্লেখযোগ্য আয়োজনগুলো;
যুক্তরাষ্ট্র
নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বরাবরের মতোই নতুন করে সাজানো হয়েছে ‘টাইমস স্কয়ার বল’। যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দু নিউইয়র্কের টাইমস স্কয়ারের ক্রিস্টাল বলে ক্ষণ গণনা করতে অপেক্ষমাণ হাজারো মানুষ। নিউইয়র্ক ছাড়াও দেশটির বিভিন্ন শহরে করা হয়েছে চোখ ধাঁধানো আয়োজন।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে লন্ডনে। ১২ মিনিটে ১২ হাজার আতশবাজির আয়োজন করা হয়েছে স্থানটিতে। প্রতিবারের মতো এবারও থার্টিফাস্টের রাতে টেমস নদীর উপরে ছিল আতশবাজির উৎসব। নতুন বছর উদযাপনে ট্রাফালগার স্কয়ারেও হয়েছে নানা আয়োজন। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে শহরজুড়ে।
ফ্রান্স
আতশবাজির বর্ণিল আলোকচ্ছটা, উৎসব ও আনন্দের মধ্য দিয়ে ফ্রন্সে খ্রিষ্টিও নতুন বছরকে স্বাগত জানানো হবে। রাজধানী প্যারিসের এই আতশবাজির আয়োজন দেখতে ও আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে নতুনবছরকে বরণ করতে জড়ো হবে বিপুল সংখ্যক মানুষ।
ল্যাটিন আমেরিকা
২০২৪ সালকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল লাতিন দেশগুলোও। আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দেশের বাসিন্দারা নতুন বছরকে স্বাগতম জানাতে নানা প্রস্তুতি নিয়েছে। দেশগুলোর গুরুত্বপূর্ণ শহরগুলোতে আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি হয়ে গেছে কার্নিভ্যাল।
এছাড়া চীন, স্পেন, রাশিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। তবে রাশিয়ায় এবার ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কিছুটা কম উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বর্ষবরণে মধ্যপ্রাচ্যের দুবাইয়েও ছিল জমকালো আতশবাজির আয়োজন। বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজির উৎসবে স্বাগত জানাতে আয়োজনে কমতি রাখে নি কেউই। বর্ষবরণ উপলক্ষে দেশে দেশে কনসার্টের আয়োজনও করা হয়েছে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
আতশবাজি, নাচ, গান আর শ্যাম্পেন ওড়ানোর মধ্য দিয়ে ২০২৪ সালকে বরণ করেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। নতুন বছর উপলক্ষে সিডনির বিখ্যাত অপেরা হাউসে নববর্ষের আতশবাজির জন্য কাউন্টডাউন করে। প্রচুর লোক নতুন বছরের এ আয়োজনে অংশ নিয়ে আনন্দ উদযাপন করেছে।
সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে যে দেশটি
ভৌগলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরে দেশ সামোয়া, টোঙ্গা ও কিরিবাতি দ্বীপের বাসিন্দারা সবার আগে নতুন বছর পালন করে। ওশেনিয়ার মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি এবার সবার আগে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে এ দ্বীপ দেশটি অবস্থিত। জিএমটি বা গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ১০টায় দেশটি ২০২৪ সালকে স্বাগত জানায়। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বর্ণিল আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে নতুন বছরকে।
বিনিয়োগবার্তা/এসএএম//