BICM Training in Coxs Bazar Women College

কক্সবাজার সরকারি মহিলা কলেজে বিআইসিএম এর বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর, ২০২৪) কক্সবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহীদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মোঃ সাকিহ উদ্দিন কাদের প্রমূখ।

বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক মোঃ আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। কক্সবাজার সরকারি মহিলা কলেজ এর শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম-এর এ আয়োজন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)