এনার্জিপ্যাক পাওয়ারের ডিভিডেন্ড প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭৫ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ের শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনঃমূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৫ পয়সা। যা পুনর্মূল্যায়নের সাথে ৩৭ টাকা ৪৫ পয়সায় দাঁড়িয়েছে।
এছাড়াও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) করেছে ৩ টাকা ৯৭ পয়সা। যা আগে ছিল ৩ টাকা ১৫ পয়সা।
উল্লেখ, আগামী ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে RAOWA কনভেনশন হল, মহাখালী DOHS, ঢাকা‘য় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর, ২০২৪।
বিনিয়োগবার্তা/ডিএফই//