Fakhrul with wife going to London

সস্ত্রীক লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী দল-বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৩০ নভেম্বর) ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তাকে স্বাগত জানা‌তে যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ব‌লেন, মূলত মহাস‌চি‌বের স্ত্রী রাহাত আরা বেগ‌মের চি‌কিৎসার জন‌্য মহাস‌চিব লন্ড‌নে আস‌ছেন আগামী ৩০ ন‌ভেম্বর। আমি যতটুকু জানি, মির্জা ফখরুল সা‌হে‌বের সহধর্মিণীর খুব দ্রুত চি‌কিৎসা দরকার।

এ সফ‌রে অন্তত চার-পাঁচ দিন তি‌নি থাক‌বেন। অবশ‌্যই ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমান সা‌হে‌বের সঙ্গে মহাস‌চিবের সাক্ষাৎ ও বৈঠক হ‌বে। এছাড়া যুক্তরাজ‌্য বিএন‌পির পক্ষ থে‌কে মহাস‌চি‌বের সম্মা‌নে বড় প‌রিস‌রে এক‌টি সভার আ‌য়োজন করা হ‌বে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)