এনফিল্ডে জুবিলী কাউন্সিলর প্রার্থী মাইন উদ্দিন মাসুদকে সংবর্ধনা
লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি: লন্ডনেের এনফিল্ডের জুবিলী কাউন্সিলে কনজার্ভেটিভ পার্টি মনোনীত প্রার্থী মাইন উদ্দিন মাসুদকে সংবর্ধনা দিয়েছেন দলটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ২০১৪) রাতে নর্থ লন্ডনের এনফিল্ড টাউন হল মিলনায়তনে তাকে এ সংবধনা দেওয়া হয়।
উল্লেখ্য, মাঈনুল উদ্দিন মাসুদ গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত জুবিলী কাউন্সিল উপনির্বাচনে কনজার্ভেটিভ পার্টির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও স্থানীয় জনগনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তিনি। আর নির্বাচনে পরাজিত হলেও তার এ ফলাফলে ব্যাপক সন্তুষ্ট হন কনজারভেটিভ নেতারা।
অনুষ্ঠানে দলটির নেতৃবৃন্দ বলেন, জুবিলী কাউন্সিল উপনির্বাচনে মাইন উদ্দিন মাসুদের জয়ের ব্যাপারে আমরা খুবই আশাবাদী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল্প ভোটের ব্যবধানে জয় না পেলেও নিজের দলীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগনের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হন তিনি।
তারা বলেন, বর্তমানে যুক্তরাজ্যে লেবার পার্টি ক্ষমতাসীন রয়েছে। এ অঞ্চলে অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ভোট কাস্টিং বেশি হয়েছে। এটি মাসুদের একটি অন্যতম সফলতা। তাই জয় না পেলেও জনগনের খুব কাছাকাছি পৌছতে পেরেছেন তিনি। যা ধরে রাখতে পারলে তার ভবিষ্যত লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা তার সফলতা কামনা করি এবং পার্টির পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
অনুষ্ঠানে নিজের বক্তৃতায় মাইন উদ্দিন মাসুদ বলেন, সম্মানিত এলাকাবাসী ও আমার বাংলাদেশী কমিউনিটির ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আপনাদের সকলের সহযোগিতার ফলে আমি গত ২৮ শে নবেম্বর জুবলী উপনিবাচনে জয় না পেলও ভালো ফলাফল করেছি। সেজন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। একইসাথে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকেও যে সংবধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেজন্য আমি পার্টির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আগামীতে আরও ভালো ফলাফল ও কমিউনিটির বিভিন্ন ধরনের সমাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখবো। জনগনের পাশে থেকে এলাকার সমস্যাগুলো নিয়ে কাজ করবো।
সংবর্ধনা অনুষ্ঠানে এডমনটন কনজার্ভেটিভ এসোসিয়েশনের চেয়ারম্যান পিটার ফলার্ট এবং কেম্পেইন ম্যানেজার কাউন্সিলর জেমস হেকনিসহ স্থানীয় আরও কাউন্সিলরবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং এসোসিয়েশনের সদস্যমন্ডলি ও বাংলাদেশীসহ অনান্য কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/শামীম//