Global Islami Bank Shariah 18 Meeting 7

গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৮তম সভা ১৪ জানুয়ারি, ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। সভায় কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মুহিবুল্লা হিল বাকী, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ (সিএসএএ), সদস্য মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ (সিএসএএ), ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. মুহাম্মদ ছাইদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিমসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শরিয়াহ  সেক্রেটারিয়েটের মুরাকিবগণ উপস্থিত  ছিলেন। 

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরিয়াহ প্রতিপালন এবং শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে উঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)