BRAC Bank-Intercloud Exclusive Banking Service

ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করবে ইন্টারক্লাউড

নিজস্ব প্রতিবেদক: ইন্টারক্লাউড লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে ইন্টারক্লাউডের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

এই চুক্তির অধীনে ইন্টারক্লাউডের কর্মকর্তাগণ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আওতায় অন্যান্য বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।

ব্র্যাক ব্যাংকের গুলশান প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং ইন্টারক্লাউডের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

নভোকম এবং নভোটেল লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারক্লাউড লিমিটেড, একটি দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আইপি টেলিফোনি সার্ভিস প্রোভাইডার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারক্লাউড লিমিটেডের পক্ষ থেকে নিজেদের টিমসহ উপস্থিত ছিলেন হেড অব হিউম্যান রিসোর্সেস পল্লব কুমার ঘোষ এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো.  সাখাওয়াত হোসেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তানভির রহমান, হেড অব ব্রাঞ্চ ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড রিজিওনাল হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আলী তালুকদার; সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং হেড অব প্রপোজিশন ফর এমপ্লয়ি ব্যাংকিং জেবুন নাহার এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তার-ই প্রতিফলন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)