ONAB Demand to Press Reform Commission

গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে বৈঠক

রেজিস্টার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদানসহ ৩ দফা দাবি ওনাবের

নিজস্ব প্রতিবেদক: রেজিস্টার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদানসহ সরদরের  কাছে ৩ দফা দাবি জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)।

সম্প্রতি সরকার গঠিত জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে গণমাধ্যম কমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।

বৈঠকে অনলাইন নিউজপোর্টালের নানাবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি সভায় সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবি পেশ করা হয়।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ওনাবের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী অনলাইন নিউজপোর্টালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন।

সংগঠনের পক্ষ থেকে সবশেষ বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিম।

আরও আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য মোস্তফা কামাল মজুমদার, তৌহিদুল ইসলাম মিন্টু, সাখাওয়াত সজিব, বাংলা নিউজের লুৎফর রহমান হিমেল, বিডিনিউজের জাহিদুল কবির, জাগোনিউজের কেএম জিয়াউল হক প্রমুখ।

সভা শেষে কমিশনের চেয়ারম্যানের কাছে ওনাবের পক্ষ থেকে তিনদফা দাবি পেশ করা হয়।

এগুলো হচ্ছে-

১. বছর বছর রেজিস্ট্রেশন প্রদান এবং ফি-প্রথা বাতিল করতে হবে;

২. রেজিস্টার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান করতে হবে এবং

৩. হাইকোর্টের রায় অনুযায়ী নন-রেজিস্টার্ড অনলাইনগুলোকে বন্ধ করে দিতে হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)