Anchelotti will be Coaching Brazil

অবশেষে আনচেলত্তিকে ছেড়ে দিচ্ছে রিয়াল, ব্রাজিলের কোচ হতে বাধা নেই

খেলাধুলা ডেস্ক: বিশ্ব ফুটবলের অন্যতম সফল ও অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি আসন্ন মৌসুমে আর রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকছেন না। দ্য অ্যাথলেটিক-এর রিপোর্ট অনুযায়ী, ইতালিয়ান এই কোচ ও ক্লাবের মধ্যে তার বর্তমান চুক্তি (যা ২০২৬ সাল পর্যন্ত চলার কথা ছিল) পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ খুব শিগগিরই আনচেলত্তির বিদায় ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে এবং সেই ঘোষণা আসতে পারে আগামী এল ক্লাসিকোর পরপরই, চলতি লা লিগা মৌসুম শেষ হওয়ার আগেই।

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরেই চলা গুঞ্জনের অবসান ঘটছে। আনচেলত্তি নিজেও আগ্রহী ছিলেন আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে। তিনি ব্রাজিল জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, যা জুন মাসের আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম ম্যাচ হবে ইকুয়েডরের বিপক্ষে, যেখানে তার অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা নতুনভাবে দলকে সাজাতে ভূমিকা রাখবে।

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করে, আনচেলত্তি ক্লাবকে লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা উপহার দিয়েছেন। এবার ব্রাজিলে ক্যারিয়ার রাঙানোর অপেক্ষা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)