1000011288

লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের কিংসটোন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদুল আজহার জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে লন্ডনে অবস্থিত শত শত বাংলাদেশী ঈদের নামাজ আদায় করতে মাঠে জড়ো হন।

তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ‍্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই জামায়াতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল নিনিময় ও কোলাকুলি করেন তারেক রহমান।

বিনিয়োগবার্তা/শামীম/


Comment As:

Comment (0)