টানা ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক: সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সে হিসেবে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে এ ছুটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সরকার জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের দুই দিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন পর্যন্ত ১০ দিন দেশের পুঁজিবাজারের সব লেনদেন বন্ধ থাকবে। ১৫ জুন যথা নিয়মে লেনদেন শুরু হবে।
বিনিয়োগবার্তা/শামীম/