Chief Advisor Back Home

ঘোষিত সময়ে নির্বাচন দিতে বদ্ধপরিকর সরকার: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তাস্তর করা হবে। ভোটের জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত। দীর্ঘ ১৭ বছর পর দেশের ইতিহাসের সুন্দর নির্বাচন হবে।

বুধবার (১১ জুন) স্থানীয় সময় বিকেলে লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সরকার ঘোষিত সময়ে নির্বাচন দিতে বদ্ধপরিকর জানিয়ে ড. ইউনূস বলেন, এপ্রিলেই নির্বাচনের সঠিক সময়। সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, আগামী মাসে সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদ উপস্থাপন করা হবে। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সরকার দায়বদ্ধ।

এছাড়াও নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

এর আগে, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলে সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আলোকপাত করা হয়। সেইসাথে, বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ উদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের মতো বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, সোমবার (৯ জুন) সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)