বিএসইসি ভবন

পুঁজিবাজারের যেসব বিষয়ে সহযোগিতা করতে চায় এএসআইসি

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশনের (এএসইসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকে করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (রাষ্ট্রমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা আধুনিকীকরণে কারিগরি সহায়তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্প্রতিবার (১৯ জুন) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মোঃ মহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এএসআইসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ (ইন্টারন্যাশনাল) জেরার্ড ফিৎসপ্যাট্রিক, সিনিয়র এক্সিকিউটিভ লিডার বেন কোহেন-আরবাক, এলিসা ফ্রেডেরিক, বেলিন্ডা সানডোনাটো। এছাড়া বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন, ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুইয়া, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান ফয়েজ দেওয়ান এবং ডক্টর আনিসুজ্জামান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানান হয়  বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, রিয়েল-টাইম বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালু, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যন্ত্র শিখন প্রযুক্তি ব্যবহার করে অনিয়ম চিহ্নিতকরণ, সাপটেক ও রেগটেক প্রযুক্তির প্রয়োগ এবং এক্সবিআরএল ভিত্তিক তথ্য বিশ্লেষণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ঝুঁকি নিরূপণ ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার উন্নয়ন।

ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বিএসইসির অতীত দুর্বলতা যেমন– ইনসাইডার ট্রেডিং, তথ্য ফাঁস এবং বাজার কারসাজির বিষয়ে কথা বলেন এবং এসব সমস্যা চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে এএসআইসি-এর সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমরা একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে চাই, যা নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সম্ভব।”

এএসআইসি’র পক্ষের প্রতিনিধিগণ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন এবং দুই সংস্থা মিলে একটি যৌথ সহযোগিতা কাঠামো প্রণয়নে সম্মত হয়। এজন্য উভয় পক্ষ শীঘ্রই নিজেদের ফোকাল ব্যক্তি মনোনীত করবে।

বৈঠক বাংলাদেশের পুঁজিবাজারের প্রযুক্তিগত রূপান্তর ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)