বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. গোলাম সরোয়ার।
কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। কর্মশালায় শিক্ষার্থী, মৎস্যচাষী, উদ্যোক্তা, গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন
বিনিয়োগবার্তা/জিকে/এসএএম//