গেইনারের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বৃহস্পতিবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৭ বারে ২ লাখ ৪ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৬৯ লাখ ৮০ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৭ দশমিক ৯ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৩২ বারে ৩৬ লাখ ২৯ হাজার ৩৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৮৬ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যাল, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফ্যাস ফিন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও জাহিন স্পিনিং।
(ইউএম/ ০৯ মার্চ ২০১৭)