সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৪২ শতাংশ।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৪২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৩ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার দর দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৭৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৭৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, কেয়া কসমেটিকস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সিটি ব্যাংক লিমিটেড।
(ইউএম/ ১১ মার্চ ২০১৭)