সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৮৯ কোটি টাকার লেনদেন
বিনিয়োগবার্তা ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট দুই কোটি ৫২ লাখ ১৯ হাজার ৯০৫টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮৯ কোটি ৪০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক এক কোটি ৪৯ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।
ব্রাক ব্যাংক ২১ লাখ ৫ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৫৬ লাখ টাকা।
ইউনাইটেড এয়ারওয়েজ ১৭ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ২১ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, বাটা সু, কনফিডেন্স সিমেন্ট, ডেসকো, এনভয় টেক্সটাইল, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি, ইফাদ অটোস, লংকাবাংলা ফিন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক লিমিটেড, পাওয়ার গ্রীড, কাশেম ড্রাইসেলস, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, তুং হাই নিটিং, জাহিন স্পিনিং, একমি ল্যাব, বিএটিবিসি ও সিটি ব্যাংক।
(এমআইআর/ ১১ মার্চ ২০১৭)