ন্যাশনাল পলিমার উৎপাদন ক্ষমতা বাড়াবে
বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ন্যাশনাল পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়াতে যন্ত্রপাতি আমদানি করবে। কোম্পানিটি পিভিসি পাইপ, শিটস, দরজা, থ্রেড টেপ এবং গৃহস্থলির প্রয়োজনীয় প্লাস্টিক পণ্য উৎপাদন করার জন্য মেশিন আমদানি করবে।গত বৃহস্পতিবার ৯ মার্চ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমানে কোম্পানির উৎপাদন ক্ষমতা রয়েছে ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন। সেখান থেকে বাড়িয়ে উৎপাদন ক্ষমতা ২৯ হাজার ৫৬২ মেট্রিক টনে উন্নীত করা হবে। কোম্পানিটি আশা করছে নতুন মেশিনের উৎপাদন কার্যক্রম আগামী ১ আগষ্ট থেকে শুরু করা যাবে। স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের অর্থায়নে কোম্পানিটি তাদের ফ্যাক্টরীর এক্সপানশন করবে। এই কাজে কোম্পানির ৩৮ কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিআইডিএ)। গত ৮ মার্চ কোম্পানিটি বিআইডিএ থেকে বিনিয়োগের অনুমোদন লাভ করে।
(এমআইআর/ ১২ মার্চ ২০১৭)