চলতি মাসে এজিএম করবে ৩ বীমা কোম্পানি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি মার্চ মাসে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের ৩টি বীমা কোম্পানি। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ও বিভিন্ন সময়ে কোম্পানিগুলো এসব সভার আয়োজন করবে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ। রাজধানীর গুলশান ১, হাউজ নং ১৯ রোড নং ৭ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। তবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেবে না স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। রাজধানীর গুলশান ১ এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ১১টায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
প্রাইম ইন্স্যুরেন্স
এদিকে আগামী ৩০ মার্চ সকাল ১১টায় রাজধানী ঢাকার নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএম) ভবনে প্রাইম ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৩ শতাংশ লভ্যাংশ দেবে।
(এসএএম/ ১২ মার্চ ২০১৭)