দর হারানোর শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৩ মার্চ) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস। এ দিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৪.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার আল-হাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৬.৩ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১২০.১ টাকায়। এদিন কোম্পানির শেয়ার ১১৯ টাকা থেকে ১২৮.৭ টাকায় লেনদেন হয়।
টপ টেন লুজারে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ৪.৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৫৫ শতাংশ, বারাকা পাওয়ারের ৪.২৩ শতাংশ, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রোর ৪.১৫ শতাংশ, শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৩.৮১ শতাংশ, ইন্টারন্যাশনাল লীজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৩.৬১ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাষ্ট্রিজের ৩.৬১ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.১৬ শতাংশ ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৩.০৫ শতাংশ দর কমেছে।
(ইউএম/ ১৩ মার্চ ২০১৭)