নতুন সাজে করটানা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মাইক্রোসফটের তৈরি ডিজিটাল সহকারী অ্যাপ্লিকেশন করটানা। অ্যাপলের আইফোনের জন্য এই অ্যাপের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নতুন সংস্করণে নতুন নকশার ইউজার ইন্টারফেস ও আরও উন্নত ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। অ্যাপলের সিরির সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন করে করটানাকে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।
করটানা ব্যবহার করে ই-মেইল পাঠানো, ইভেন্ট গোছগাছ রাখা, ডিভাইস, ক্লাউড ও ওয়েব সার্চের মতো নানা কাজ করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট এখনো আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য করটানার ওপর আস্থা রেখেছে। তবে করটানার হালনাগাদ সংস্করণ এর জনপ্রিয়তার ওপর খুব বেশি প্রভাব ফেলবে—এমন বিশ্বাস করা কঠিন।
২.০ ভার্সন বা হালনাগাদ সংস্করণে ডিজিটাল সহকারী হিসেবে করটানা আরও উন্নত অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন মাইক্রোসফটের কর্মকর্তারা।
উল্লেখ্য, মাইক্রোসফট সারফেস প্রো ট্যাবলেটের নতুন একটি সংস্করণ নিয়ে কাজ করছে। এ বছরের প্রথম প্রান্তিকেই এ ট্যাব বাজারে আসতে পারে।
তথ্যসূত্র: আইএএনএস।
(আরআর/১৩ই মার্চ ২০১৭)