রাতে ৬ ঘন্টা ফেসবুক বন্ধের চিন্তা সরকারের

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার চিন্তা-ভাবনা করছে সরকার।ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মতামত দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরটিকে দায়িত্ব দিয়েছে।

জানা যায়, গভীর রাতে ফেসবুকে ব্যবহার করায় কর্মক্ষমতা কমছে দেশের তরুণ প্রজন্মের।পরিস্থিতি বিবেচনা করে রাতে ফেসবুক বন্ধ রাখার বিষয়টি বিবেচনার জন্য ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ‘ফেসবুক বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যেভাবে প্রচারিত হচ্ছে, বিষয়টি তেমন নয়।’

 

(ইউএম/ ৩ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)