Responsive image

এপ্রিল মাসের শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি বছরের এপ্রিল মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় গত মাসে শীর্ষে অবস্থান করছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড। আর তৃতীয় স্থানে রয়েছে লঙ্কাবাংলা সিকিউরিটজ লিমিটেড।

এপ্রিল মাসে শীর্ষ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া আরও রয়েছে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ভারটেক্স স্টক এন্ড সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড এবং বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড।

(ডিএফই/০৪ মে, ২০২১)

Short URL: http://biniyougbarta.com/?p=143989

সর্বশেষ খবর