Responsive image

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি।

মঙ্গলবার রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সোমবার ও মঙ্গলবার খালেদা জিয়ার যে সকল পরীক্ষা করানো হয়েছে, মেডিকেল বোর্ডের সদস্যরা সেগুলো রিভিউ করেছেন। উনারা পরীক্ষা-নিরীক্ষা করে তার চেস্ট দেখেছেন। কিছু পরিমাণ ট্রিটম্যান্ট কিছু এডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে।

তিনি বলেন, আমি দূর থেকে উনাকে (খালেদা জিয়া) দেখে এসেছি। উনি গতকাল যে অবস্থায় ছিলেন, এখনও সেই অবস্থায়ই আছেন।

(এসএএম/০৫ মে ২০২১)

Short URL: http://biniyougbarta.com/?p=144059

সর্বশেষ খবর