Responsive image

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সোমবার কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৬২০টি শেয়ার মোট ১৬৪ কোটি ১৭ লাখ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৮৪৩টি শেয়ার মোট ৬৫ কোটি ১৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৫৬১টি শেয়ার মোট ৫৩ কোটি ৯১ লাখ টাকায় লেনদেন হয়েছে।

লেনেদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে – লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিডি ফাইন্যান্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং মিলস, প্রভাতি ইন্স্যুরেন্স, ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

(ডিএফই/০৩ মে, ২০২১)

Short URL: http://biniyougbarta.com/?p=143872

সর্বশেষ খবর