Responsive image

অন্তবর্তীকালীন ডিভিডেন্ড দেবে রবি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সর্বশেষ প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।ঘোষিত ডিভিডেন্ডের পুরোটাই ক্যাশ (নগদ)।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পর্ষদ।

হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২১) রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গতবছর একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।

রবির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা। ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের সম্মতি নিতে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে ২০২১।

(এসএএম/০৮ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=141712

সর্বশেষ খবর