Responsive image
সর্বশেষ সংবাদ:

আরএকে সিরামিকসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড।

বুধবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে আরএকে সিরামিকস লিমিটেডের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।

আগামী ৩১ মার্চ, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।

(শামীম/০৪ ফেব্রুয়ারি ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=136772

সর্বশেষ খবর