অর্থনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে চায় বাংলাদেশ-তুরস্ক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ ও একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ,স,ম, ফিরোজ এমপি’র সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দুইজন দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন সম্পর্ক আরো বন্ধুত্ব ও সৌহাদ্যপূর্ণ করতে একমত পোষণ করেন। অর্থনৈতিক সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিতে দুই দেশকে জোরালো ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। এ সময় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের কাছে সহযোগিতা কামনা করেন।
একই সাথে তিনি দুই দেশের পার্লামেন্টেরিয়ানদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
(ডিএফই/০৩ জানুয়ারি, ২০২১)