ইনটেকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড।
রবিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৯ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে ইনটেক লিমিটেডের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৭০ পয়সা।
আগামী ২২ মার্চ, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
(ডিএফই/০৮ ফেব্রুয়ারি, ২০২১)