Responsive image

ইসলামী ব্যাংক বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২১) ভার্চুয়াল প্লাটটফর্মে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ এ এম হাবিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী এবং জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান, বগুড়া জোনপ্রধান মোঃ আবদুস সোবহান, খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কুতুবুদ্দীন, আহমেদ জোবায়েরুল হক এবং মিফতাহ উদ্দীন।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং তিনটি জোনের অধীন শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

(এসএএম/১৫ এপ্রিল ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=142262

সর্বশেষ খবর