Responsive image

ই-জেনারেশনের লেনদেন শুরু ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেড পুঁজিবাজারে শেয়ার লেনদেনের তারিখ ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “EGEN” এবং কোম্পানি কোড হবে ২২৬৫২।

কোম্পানিটির আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি কোম্পানিটি আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পাওয়া কোম্পানিটি গত ১২ থেকে ১৮ জানুয়ারি আইপিওর সাবস্ক্রিপশন সম্পন্ন হয়।

এই সময় কোম্পানিটির আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারী এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারিরা মিলে ৬১১ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকার আবেদন করেছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১১ কোটি ৫২ লাখ টাকার ও সাধারণ বিনিয়োগকারীর ৪৬৫ কোটি ৬০ লাখ টাকার এবং ক্ষতিগ্রস্তদের ১৬ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকার আবেদন জমা পড়ে। যা নির্ধারিত আবেদনের চেয়ে ৪০ দশমিক ৭৬ গুন বেশি।

কোম্পানির তথ্য অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১৫ কোটি টাকা সংগ্রহ করে ই-জেনারেশন।

৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

(ডিএফই/১৮ ফেব্রুয়ারি, ২০২১)

Short URL: https://biniyougbarta.com/?p=137788

সর্বশেষ খবর