এজিএমের সময় ও ভেন্যু পরিবর্তন করেছে লিগ্যাসি ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরি প্রাঙ্গন, ভান্নারা, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
(কেএইচকে / ১০ ডিসেম্বর ২০২০)